বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- খাদেমুল বাবুল, জামালপুর
- ০৭ জুলাই ২০২৪, ২২:২২
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুদু মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুর বাট্টাজোর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুদু মিয়া বাট্টাজোর ইউনিয়নের ঝুরারপাড় এলাকার মরহুম আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদু মিয়া দুপুরে বাড়ির পাশে সেচ পাম্পের পাইপের মুখ বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার ভাতিজা উজ্জল দেখে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা