গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৭ জুলাই ২০২৪, ১৩:০৬
ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহের গফরগাঁওয়ে বিকল হয়ে পড়ে। ফলে ভয়াবহ ভোগান্তিতে পড়ে দূরে যাত্রীরা।
রোববার (৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে গফরগাঁওয়ে বাগুয়া এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ১০ মিনিটে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে প্রায় দুই কিলোমিটার দূরে বাগুয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে তিস্তা এক্সপ্রেস ট্রেন পুশব্যক করে স্টেশনে নিয়ে আসে এবং গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ অন্যান্য ট্রেন চলাচল সচল করা হয়। ফলে ট্রেন যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছে।
তিনি আরো জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে প্রায় দুই ঘণ্টা পর বেলা ১২টায় দিকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগি নিয়ে ময়মননিংহের দিকে রওনা দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা