দেওয়ানগঞ্জে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে ভাঙ্গন যোগাযোগ ব্যাহত
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ০২ জুলাই ২০২৪, ১৬:৫৬
জামালপুরের দেওয়ানগঞ্জে দুই দিনের প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচা-পাকা সড়কের অংশ ধসে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২ জুলাই) দেওয়ানগঞ্জ-বাহাদুরাবাদ-তারাটিয়া-সানন্দবাড়ী প্রধান সড়কের বিভিন্নস্থানের অংশবিশেষ ধসে যেতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অংশ ধসে যাওয়ায় বাস-ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন কোনো রকম চলাচল করছে। সানন্দবাড়ী হতে জামালপুর-ঢাকাগামী বাস-ট্রাক দেওয়ানগঞ্জ পথে আসতে সরদার পাড়া ভাঙ্গনে পারাপার না হতে পেরে পেছনে ফিরে তারাটিয়া হয়ে বকশীগঞ্জ উপজেলা দিয়ে জেলা সদর বা ঢাকা চট্টগ্রাম মুখে চলাচল করছে। গত দুই দিনের প্রবল বর্ষণ, উত্তরের ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নদী পাড় ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পোল্ল্যাকান্দি ব্রিজ, গুলুঘাট ব্রিজ, দিল্লিবাড়ী ঘাট, মধুর বাড়ি ব্রিজসহ বিভিন্ন ব্রিজ-কালভার্টের নিচ দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছে। দেওয়ানগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি জমেছে। এছাড়া পৌরসভার বিভিন্ন নিচু এলাকার সড়কে এবং বাসা-বাড়ির আশে পাশে প্রবল বর্ষণে পানি ওঠে চলাচল বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে ভাঙ্গনও দেখা দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা