১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে নিখোঁজ কিশোরের লাশ ৭২ ঘণ্টা পর উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে রেল সেতুতে টিকটিক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ায় কিশোর মৃদুলের লাশ ৭২ ঘন্টা পর উদ্ধার হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকালে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ব্রহ্মপুত্র নদের বুকে দুপুর সাড়ে ১২ টার দিকে মৃদুলের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে ইসলামপুর থানা পুলিশ বেলা আনুমানিক আড়াইটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
উল্লেখ্য শনিবার (২২ জুন) বিকাল আনুমানি ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটের ইসলামপুর উপজেলার পাথর ঘাটা রেল সেতুর ওপর ওই ঘটনা ঘটে ।
নিখোঁজ ওই কিশোর ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে।

জানা যায়, মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেল সেতুর ওপর বসে নতুন পানির টিকটক করতে ছিলো ।
এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেল সেতুর কাছাকাছি চলে আসলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তিন বন্ধু । ভাগ্যক্রমে ট্রেনের সাথে ধাক্কায় নদীতে পাড়ে নিখোঁজ হয় মৃদুল। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পাথর ঘাটা রেলসেতু এবং আশপাশের এলাকায় ভীড় করেন হাজার হাজার মানুষ ।
খবর পেয়ে পুলিশ ও ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল আনুমানিক পাঁচটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে আসলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেন চলে যায় ডুবুরী দল ।

সোমবার ৭২ ঘন্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement