১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ, এখনো উদ্ধার হয়নি লাশ

টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ, এখনো উদ্ধার হয়নি লাশ -

রেল সেতুতে বন্যার পানি টিকটিক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মৃদুলের লাশ এখনো উদ্ধার হয়নি।

শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলরুটে ইসলামপুর উপজেলার পাথর ঘাটা রেলসেতু ওপর বন্যার নতুন পানির টিকটক ভিডিও করতে গিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা গামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যান মৃদুলসহ চার বন্ধু। তিন বন্ধু এপারে উঠে এলেও নিখোঁজ হন মৃদুল।

নিখোঁজ মৃদুল ইসলামপুর পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের বাবু বেপারীর ছেলে।

জানা যায়, নিখোঁজ মৃদুলসহ চার বন্ধু মিলে পাথর ঘাটা রেল সেতুর ওপর বসে বন্যার নতুন পানির টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন রেল সেতুর কাছাকাছি চলে এলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তিন বন্ধু। দুর্ভাগ্য ক্রমে তিনি ট্রেনে সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। সাথের তিন বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠলেও নিখোঁজ হন মৃদুল।

এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে পাথর ঘাটা সেতু এবং আশপাশের এলাকায় ভীড় করে হাজার হাজার মানুষ।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসে ডুবুরি দল। বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় নিখোঁজ ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যায় অন্ধকার নেমে এলে আপাতত উদ্ধার অভিযান স্থগিত করেন ডুবুরি দল।

পরে রোববার সকাল ১০টার দিয়ে ডুবুরি দলের আবারো উদ্ধার অভিযান শুরু করার কথা থাকলের এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান শুরু হয়নি। সন্তানের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে এসেছেন মা মৌসুমী ও বাবা বাবু বেপারী। কিন্তু যে মমতামী মা সন্তানের সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হওয়ার কথা কিন্তু সেই মা মৌসুমীর চোখে শোকের কোনো ছায়া লক্ষ করা যায়নি। তবে শোকাহত দাদা ইসকর আলী নাতি মৃদুলের লাশটি শেষবারের মতো দেখার জন্য নদীর এপার-ওপার খুঁজে বেড়াচ্ছেন।

এলাকাবাসী জানান, মাত্র ২৩ দিনের বাচ্চা মৃদুলকে দাদা-দাদির কাছে রেখে বাবা-মা ঢাকা চলে যায়। এরপর আর কোনো খোঁজ-খবর নেয়নি। তাই তাদের তেমন একটা মায়া-মমতা নেই।


আরো সংবাদ



premium cement