পূর্বধলায় ২০০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ, আটক ১
- পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা
- ১২ জুন ২০২৪, ১৬:২৪
নেত্রকোণার পূর্বধলায় ভারতীয় চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (১২ জুন) বিকেলে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি মো: মোজাম্মেল হক (২৪)। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের প্রতাপপুর এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনিসহ ট্রাকটি আটক করেছে পুলিশ । ট্রাকে ২০০ বস্তা চিনি (প্রতি বস্তা ৫০ কেজি) মোট ১০ হাজার কেজি ভারতীয় চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা