দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ সহকর্মীদের
- খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)
- ০৮ জুন ২০২৪, ১৬:৫১
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক মাসুদ হাসানের ওপর চিহ্নিত দৃর্বৃত্ত কর্তৃক হামলা করে আহত করার প্রতিবাদে দেওয়ানগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকেলে দেওয়ানগঞ্জ-বেলতলী প্রধান সড়কের দেওয়ানগঞ্জ মডেল থানা প্রাঙ্গনে এ প্রতিবাদ সমাবেশ হয়।
এর আগে শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার সময় দৈনিক সমকালের বকশীগঞ্জ প্রতিনিধি মাসুদ হাসানের ওপর হামলা করা হয়।
প্রতিবাদে দেওয়ানগঞ্জের কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি মদন মোহন ঘোষের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রতিনিধি আ: রাজ্জাক মিকা, ভোরের কাগজ প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি তারেক মাহমুদ, এস টিভির প্রতিনিধি মো: ফারুক মিয়া, দৈনিক আজকের পত্রিকা মহসিন হোসেন রুমেল, দৈনিক পল্লীর আলো প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, সাংবাদিক ফয়জুর রহমান, দৈনিক দিগন্তরের ফুলু মিয়াসহ অন্যরা।
বক্তাগণ সাংবাদিক মাসুদ হাসানের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান প্রশাসনের কাছে। অন্যথায় পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা