১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গৌরীপুরে ৯০ বছরের বৃদ্ধা খুন

গৌরীপুরে ৯০ বছরের বৃদ্ধা খুন -

ময়মনসিংহের গৌরীপুরে ফুলজান (৯০) না‌মে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ আনা হ‌য়ে‌ছে।

সোমবার (৩ জুন) বি‌কে‌লে ভালুকারপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নিহত ফুলজান উপ‌জেলার সহনা‌টি ইউ‌নিয়‌নের ভালুকাপুর গ্রা‌মের মরহুম আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাবিকুন্নাহার (২৫) না‌মে এক নারীকে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। তিনি ওই গ্রামের তারা মিয়ার মেয়ে।

নিহত ফুলজানের বড় ছেলে মজিবুর রহমান জানান, ‘সাবিকুন্নাহার ও তার মায়ের সম্পর্ক খুব ভালো। মা ঝাড়-ফুক করতেন তাই আজ পেট ব্যথার কথা বলে তার মাকে বাড়িতে নিয়ে যান সাবিকুন্নাহার। বয়স্ক মা দুপুরে লাঠিতে ভর দিয়ে যায় সাবিকুন্নাহারের বাড়িতে। আড়াইটার দিকে প্রতিবেশিদের চিৎকারে জানতে পারেন, সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে তার মাকে ঘা দিয়েছে। তখন গিয়ে দেখেন ঘাড়ে তিনটি গর্ত। তার মায়ের সাথে সবসময় টাকা থাকত, টাকার জন্যও তিনি খুন হয়ে থাকতে পারেন।’

তবে সাবিকুন্নাহার দাবি করেন ফুলজান তাদের ঘরে চুরি করতে গিয়ে ছিলেন। ধ্বস্তাধস্তির একপর্যায়ে শাবলের ঘা লাগে ফুলজানের গলায়।

প্রতিবেশী দরাজ মিয়া বলেন, আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, অভিযুক্ত সাবিকুন্নাহারকে গ্রেফতার করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত শাবলটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement