হালুয়াঘাটে সেপটিক ট্যাংক থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
- আনছারুল হক রাসেল, হালুয়াঘাট (ময়মনসিংহ)
- ০৩ জুন ২০২৪, ১৮:১৬
ময়মনসিংহের হালুয়াঘাটে সেপটিক ট্যাংক থেকে আব্দুর রহমান (৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে বড়বন মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু শিক্ষার্থী আব্দুর রহমান উপজেলার আকনপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তার বাবা-মা উভয়েই বাক প্রতিবন্ধী।
স্থানীয়রা জানায়, জহুরের নামাজের সময় একই মাদরাসার নূরানী শাখার শিক্ষার্থী আব্দুর রহমান খেলতে গিয়ে বড়বন মসজিদের নির্মাণাধীন নতুন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। এ সময় শিশুটির সহপাঠিরা মাদরাসা শিক্ষকদের অবহিত করে। তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও সাহস করে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।
পরে স্থানীয়দের মধ্য থেকে মঞ্জুরুল ও শহীদ এসে ট্যাংকে থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ নিয়ে স্থানীয়দের সাথে মাদরাসা কর্তৃপক্ষের উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে হালুয়াঘাট সার্কেলের এএসপি সাগর সরকার ও হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা