১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি

দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয় - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে আউটার সিগন্যাল এলাকায় তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ ছিল। প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে কয়েক হাজার ট্রেনযাত্রী দুর্ভোগে পড়ে। এর কারণে ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র ট্রেন গফরগাঁও, ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন আউলিয়ানগর এবং মোহনগঞ্জগামী মহুয়া ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৪৫ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে আউটার সিগন্যাল শিলাসী গ্রাম এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস ট্রেন মশাখালী স্টেশনে এসে দাঁড়ায়। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে মহুয়া এক্সপ্রেস বগি রেখে ইঞ্জিন গফরগাঁও এসে তিস্তা এক্সপ্রেস পিছন থেকে ঠেলে স্টেশনে নিয়ে আসে। পরে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড় করিয়ে দুই নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে ১টা ৪০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

তিস্তার ট্রেন যাত্রী আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত শুধু তিস্তা নয়, অগ্নিবীণা এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস ও বলাকা এক্সপ্রেস ট্রেনগুলো গত ছয় মাস ধরেই মাঝে-মধ্যে বিভিন্ন স্টেশনের বাইরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে আমাদের মতো সাধারণ যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ভালো ইঞ্জিন দেয়া হোক।’

এ ব্যাপারে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন আরো জানান, ‘দীর্ঘদিন ধরেই এই রেলপথে ইঞ্জিনের সমস্যা হচ্ছে। এতে করে আমাদেরও যাত্রীদের বিভিন্ন কটূক্তি শুনতে হয়।’


আরো সংবাদ



premium cement