জামালপুরে ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার
- খাদেমুল বাবুল, জামালপুর
- ৩১ মে ২০২৪, ১৪:৫৮, আপডেট: ৩১ মে ২০২৪, ১৫:২০
জামালপুর ডিবির অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মো: বেলাল শেখ (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ জামালপুর।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে জামালপুর জেলার পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম সার্বিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মেলান্দহ থানাধীন দূরমুট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: বেলাল শেখের বাড়ি সুলতান খালি গ্রামে (মাইচ্ছা পাড়া) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে প্লাস্টিকের দু’টি সাদা বস্তায় একটিতে ২৬ কেজি এবং অন্যটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত মো: বেলাল শেখ বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদককারবার করে আসছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামির সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা