১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিঙ্গাপুরে গাড়িচাপায় বাংলাদেশী নিহত

- ছবি : নয়া দিগন্ত

সিঙ্গাপুরে গাড়িচাপায় মো: শাহীন খান (৪০) নামের এক বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন।

বৃহষ্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে সিঙ্গাপুর শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: শাহীন খান ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের নুর হোসেন খানের ছেলে।

শাহীনের চাচাতো ভাই আশরাফুল আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শাহীন কাজের উদ্দেশ্যে সিঙ্গাপুরে পাড়ি জমান। ইতোমধ্যে কয়েক দফায় তিনি দেশে আসেন। বৃহষ্পতিবার ঘটনার সময় তিনি (শাহীন) কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সিঙ্গাপুর শহরে ময়লাবাহী গাড়িচাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ দিকে, শাহীন খানের মৃত্যুর সংবাদে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আশরাফুল আলম খান জানান, সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত শাহীন খানের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।


আরো সংবাদ



premium cement