গফরগাঁওয়ে বজ্রপাতে নারীর মৃত্যৃ
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ মে ২০২৪, ১৬:২১
ময়মনসিংহের গফরগাঁওয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে ধোপাঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম হাসিনা আক্তার (৩৫)। উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের গ্রাম পুলিশ কাঞ্চন মিয়ার স্ত্রী। এ দম্পতির তিন সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সানিব মিয়া এই ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে হাসিনা আক্তার বাড়ির উঠান থেকে গরু আনতে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনূজ্জামান খান বজ্রপাতে নারী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা