১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পুলিশের অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার

পুলিশের অভিযানে গুলিসহ পিস্তল উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে পৌর এলাকার বাউশী বাঙ্গালী পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশের টহলরত একটি দল গোপন সংবাদে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে।

রুকন বাউশী বাঙ্গালী পাড়ার মোতালেব মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ সুত্রে জানা যায়, অবৈধ অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পৌর এলাকার বাউশী বাঙালি পাড়ার রুকনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযানে অভিযুক্ত রুকনের আলমারির মধ্য থেকে ২ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুকন পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাউশি বাঙালি এলাকা থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধান করা হয়েছে। এ বিষয়ে এসআই মাহমুদুল হাসান অস্ত্র আইনে রুকনকে (৩৭) প্রধান আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্ত রুকনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আরো সংবাদ



premium cement