নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ঘটনায় ইউএনও আহত
- ময়মনসিংহ অফিস
- ০৮ মে ২০২৪, ০৯:৩২, আপডেট: ০৮ মে ২০২৪, ১০:০৫
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে ফুলপুর উপজেলার হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাড়ি নিয়ে ফুলপুর উপজেলার হরিরামপুর নামক এলাকায় পৌঁছালে শেরপুরগামী ঝিনাইগাতী এক্সপ্রেস পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউএনওর গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী আরিফুল ইসলাম প্রিন্স গুরতর আহত হন।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়ির হেলপারকে প্রায় এক কিলোমিটার এলাকা দৌঁড়ে তাকে আটক করা হয় এবং বাসটি জব্দ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা