১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা - ছবি : নয়া দিগন্ত

গফরগাঁওয়ে গয়েশপুর বাজারের অদূরে পিঠাগুড়ির ব্রিজ হেলে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টার অধিক সময় ধরে বন্ধ ছিল।

সোমবার (৬) পিঠাগুড়ির ব্রিজে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারের কাছে পিঠাগুড়ির ব্রিজ। ব্রিজের সংস্কার কাজ চলমান। গত দুই দিনের অতিবৃষ্টির কারণে ব্রিজের লাইনের নিচে মাটি দেবে যাওয়াতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ট্রেনের শিডিলের বিপর্যয়ে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়। অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন কাওরাইদ এবং হাওর এক্সপ্রেস ট্রেন মশাখালি স্টেশনে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে। যায় ফলে দূরে ট্রেন যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

এমতাবস্থায় ঢাকা-ময়মনসিংহ লাইনে চলাচলকারী যাত্রীগণ বিকল্প পথে যাতায়াত শুরু করে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো: সেলিম আল হারুন বলেন, সংস্কার কর্মীরা ট্রেন চলাচল স্বাভাবিক করতে লাইনে কাজ করে। ফলে ৪ ঘণ্টার পর বিকেল সোয়া ৪টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement