১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নারীসহ নিহত ২

- ছবি - নয়া দিগন্ত

ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছে। গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আজ শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এলাকাবাসীর বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর নামকস্থানে বেলা ১১টার দিকে নালিতাবাড়িগামী একটি বাসের সাথে ময়মনসিংহগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও পুরুষ মারা যায়। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। বাস আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement