১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্বধলায় পিকআপের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

-

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের লালমিয়ার বাজার নামক স্থানে ওষুধ কোম্পানির গাড়ির ধাক্কায় রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নারায়নডহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া এলাকার মরহুম শেখ জামির উদ্দিনের ছেলে। রিয়াজ উদ্দিন পেশা মৎস্য ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, রোববার দুপুরে উপজেলার নারায়নডহর এলাকা থেকে মাছ কিনে নিজের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। লালমিয়ার বজারে এলে পেছন থেকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ওষুধ কোম্পানির পিকাপটি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement