১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত

মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত - ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এই পাগলা কুকুরের কামড়ে আহত হন তারা।

আহতরা হলেন পৌর শহরের গাবের গ্রামের এলাকার রিপন (২২), জোনাইল এলাকার শিশু আয়েশা (৬), চরগোপালপুর এলাকার শিশু জাকারিয়া (৫), বানিকুঞ্জ এলাকার ইমন (১৬), বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকার রেজাউল (৩৮), সিয়াম (১৮) ও তৃপ্তী (১৮)।

আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন। কুকুরের কামড়ে আহত যুবক রেজাউল জানান, আমি বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ একটি পাগলা কুকুর এসে কামড় দেয়।

কিশোর ইমন বলেন, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় কুকুরটি আমাকে কামড়ে পালিয়ে যায়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আহত বিভিন্ন বয়সের ৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement