শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
- ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৩
শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দেড় বছরের এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী-বকশীগঞ্জ রোডের পশ্চিম ছনকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শিশু সানজেনা শ্রীবরদী মধ্য বাজার এলাকার দিলীপের মেয়ে।
জানা গেছে, বুধবার সকালে দিলীপ ও তার স্ত্রী শিশুকন্যা সানজেনাকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে বকশীগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে পশ্চিম ছনকান্দা এলাকায় হাইওয়ে রোডে অটোরিক্সার এক্সেল ভেঙ্গে বা-দিকে উল্টে যায়। এ সময় শিশু সানজেনা আঘাতপ্রাপ্ত হয়। পরে তার বাবা-মা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা