গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্ণি আক্তার হাফসা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দিকে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী গ্রামে বাবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আর্ণি আক্তার হাফসা ওই গ্রামের আইয়ুব আলী ওরফে আলিমের মেয়ে এবং সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ফরহাদের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হয়। এরই মধ্যে তার বাবার ওয়ার্কশপে তার স্বামী কাজ করতো এবং শ্বশুর বাড়িতেই থাকতো। পারিবারিক কলহের জেরে হাফসা শনিবার সকাল ১১ টায় বসতঘরের ধর্ণার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গফরগাঁওয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)'মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি (ইউডি) মামলা করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা