শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
- ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৪
শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বিলভরট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাহাবীর সাজ্জাদ (১৫ মাস) ওই গ্রামের জহিরুল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খেলার একপর্যায়ে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সাহাবীর সাজ্জাদ। খোঁজাখুজির একপর্যায়ে শিশুর বাবা জহিরুলের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করলে মৃত দেখতে পায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা