গফরগাঁওয়ে বানার নদী থেকে তরুণীর লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদী থেকে ভাসমান অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩৮ বছর।
সোমবার দুপুরের দিকে উপজেলার টাংগাব ইউনিয়নে চাঁনপুর বাজার এলাকার মুচাবাড়ী-সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
টাংগাব ইউনিয়ন বিট অফিসার, উপ-পরিদর্শক (এসআই) মদন সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় বানার নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান বলেন, তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা