গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে শাপলা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ ঘর থেকে তার উদ্ধার করে পাগলা থানার পুলিশ।
শাপলা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের তারাটিয়া গ্রামের ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়ার দুই স্ত্রীর মধ্যে শাপলা ছোট স্ত্রী। প্রায়ই পরিবারের লোকজনের সাথে তার ঝগড়া হতো। আজো সকালে ঝগড়া হয়। পরে দুপুরে পারিবারিক কলহের জেরে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাপলায় লাশ উদ্ধার করে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা