হাতকড়াসহ পালিয়ে যাওয়া ২ কিশোর ফের গ্রেফতার
- আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)
- ২৯ আগস্ট ২০২৩, ১৮:১৪
ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে নেয়ার পথে ভালুকার ভরাডোবা এলাকা থেকে পুলিশের হাকড়াসহ পালিয়ে যাওয়া চুরির মামলায় দুই কিশোরকে ফের গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১ টার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার ওভারব্রীজ থেকে ত্রিশাল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, দুইটি মামলায় গ্রেফতার তিন কিশোর অপরাধীকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য রোববার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা থেকে একটি সিএনজি করে রওনা দেয় পুলিশ। পরে রাত ১১টার দিকে ওই সিএনজিটি ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজারের একটি ফিসারি এলাকায় পৌঁছে এবং ওই স্থানে রাস্তা খারাপ থাকার কারণে ওই সিএনজির গতি কমে আসে। ওই সময় সুযোগ বুঝে সিএনজির পেছন সিটে বসা হাতকড়া লাগানো শহীদ মিয়া (১৬) ও আসিফ (১৭) নামের দুই কিশোর সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ফুলবাড়িয়া থানার এএসআই মো. আমিনুর হোসেন ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইন উদ্দিন জানান, গ্রেফতার দুই কিশোর অপরাধীকে আজ বুধবার (৩০ আগস্ট) আদালতে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা