হালুয়াঘাটে ইজিবাইক দুর্ঘনায় শিশু নিহত
- হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৭ মে ২০২৩, ১৮:৪৭

ময়মনসিংহের হালুয়াঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে হালুয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুনায়েদ আহমেদ (৪)। সে কুমুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
জুনায়েদের চাচা রতন মিয়া জানান, শনিবার সকালে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকাবস্থায় দ্রুত গতির একটি ইজিবাইকের সাথে দুর্ঘনটনায় মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইজিবাইকচালক সুজন মিয়া পলাতক রয়েছেন। সুজন মিয়া আতুয়াজঙ্গল গ্রামের হারুন অর রশিদের ছেলে। ইজিবাইকটি জব্দ করে হালুয়াঘাট থানা পুলিশ।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা