ভালুকায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৩ মে ২০২৩, ১৩:৩৯
ময়মনসিংহের ভালুকায় তিন হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিক্রির তিন লাখ টাকাসহ আকছামুল হক হীরা (৩৫) ও নূর কামাল (২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
শুক্রবার রাতে উপজেলার উথুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের কোতোয়ালি থানার দাপুনিয়া ভাটিপাড়া এলাকার মরহুম ইদ্রিস আলীর ছেলে আকছামুল হক হীরা ও বান্দরবান জেলার লামা উপজেলার সুতাবাদী এলাকার ইউসুফ মিয়ার ছেলে নূর কামাল।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) উপ-পরিচালক মো: খোরশিদ আলম জানান, নূর কামাল ভালুকা উপজেলার উথুরা এলাকার জাকির হোসেন জাহিদের বাড়িতে ভাড়ায় থেকে বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সহকারী পরিচালক কাউসারুল হাসান রনির নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি নূর কামাল ও হীরাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ বিক্রির তিন লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এর আগেও তিন হাজার পিস ইয়াবাসহ নূর কামালকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু জামিনে এসে সে আবারো মাদক কারবারি শুরু করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা