২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

হালুয়াঘাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

হালুয়াঘাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাদশা মিয়া (২৮) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের আতকাপাড়া ব্রীজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত বাদশা ওই ইউনিয়নের বালিচান্দা গ্রামের মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, লাশটির শরীরে এক কালার জামা, জুতা পরিহিত অবস্থায় ছিল। দুর্বৃত্তরা গলা কেটে (খুন) করে সড়কের পাশে ফেলে রেখে যায়।

খবর পেয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খাঁন ও সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে যায়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খাঁনের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমানসহ পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


আরো সংবাদ



premium cement