২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হালুয়াঘাটে দিনদুপুরে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেফতার

হালুয়াঘাটে দিনদুপুরে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেফতার। - ছবি : নয়া দিগন্ত

হালুয়াঘাটে দিনদুপুরে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

বুধবার (২৯ মার্চ) তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গাতি গ্রামের আব্দুস ছোবানের ছেলে মো: ইলিয়াছ (২৭), ইউসুব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬), শাকুয়াই গ্রামের হাবিবুল্লার ছেলে মো: ফাহিম (২০), শাকুয়াই চরপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো: রিপন মিয়া (২৫), শাকুয়াই বালিযোগী গ্রামের ইউনুস আলীর ছেলে মো: আরাফাত হোসেন আকাশ (২৪)।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকাল ১১টার দিকে ভুক্তভোগী মোস্তফার জেঠাত ভাই মিজবাহুল দোকানের ক্রয়কৃত মালামাল বিক্রির ১২ লাখ টাকা টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশে ধারা বাজার রুপালী ব্যাংকে আসার পথে পথিমধ্যে ছয় থেকে সাতজনের একটি দল মিজবাহুলকে কুপিয়ে টাকাসহ ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেফতার করে। একইসাথে ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতি করা পাঁচ লাখ ৫৩ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

বুধবার দুপুরে এ তথ্য জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।


আরো সংবাদ



premium cement