১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গফরগাঁওয়ে বিষ প্রয়োগে ৩ পুকুরের মাছ নিধন

গফরগাঁওয়ে বিষ প্রয়োগে ৩ পুকুরের মাছ নিধন - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে তিনটি পুকুরের মাছ মেরে ফেলেছে।

বুধবার (২৯ মার্চ) সকালে যশরা ইউনিয়নের বখুরা গ্রামের ওই পুকুরগুলোতে মরা মাছ ভাসে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদুল হাসান জায়েদ ১৫০ শতক জমিতে তিনটি পুকুরে কার্প জাতীয় ও শিং মাছ চাষ করেন। মঙ্গলবার দিবাগত রাতের আঁধারে দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে। বুধবার সকালে তিনি মাছের খাদ্য দিতে এসে দেখেন তিনটি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ২৫ লাখের অধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, এই ঘটনার যে বা যারা জড়িত ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মাহমুদুল হাসান জায়েদ বলেন, বুধবার সকালে পুকুরে মাছের খাদ্য দিতে এসে দেখি আমার সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা আমার তিনটি পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হবে।


আরো সংবাদ



premium cement

সকল