গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
- ২৯ মার্চ ২০২৩, ১২:৩৬

ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ এরশাদ মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুরে সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এরশাদ মিয়া উপজেলার হাসনপুর গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের এরশাদ মিয়ার ঘরের পেছন থেকে সাতটি সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২১ কেজি গাঁজা উদ্ধার করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা