দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু
- দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
- ২৭ মার্চ ২০২৩, ১৬:২০
জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন সন্তানের জননী মোর্শেদা বেগমের (৪৫)।
সোমবার (২৭ মার্চ) দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া গ্রামের (মন্ডলবাজার) অটোরিকশাচালক মো: বজলু শেখের স্ত্রী।
তার নিকট আত্মীয় মো: সুজন মিয়া ও ফাতেমা খাতুন নয়া দিগন্তকে জানান, অনেকদিন ধরে জটিল রোগে ভুগছিলেন মোর্শেদা বেগম। নানা স্থানে চিকিৎসা নিয়েছেন, কিন্তু নিরাময় হয়নি। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে জামালপুর জেলা সদরে যাওয়া হচ্ছিল। দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে গিয়ে কমিউটার ট্রেনে ওঠে বসেন। কিছুক্ষণ পরে মোর্শেদা বেগম পান কেনার জন্য বগি থেকে নেমে একটি দোকানে যান। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো: হুসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোর্শেদা বেগম নিহত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার আত্মীয়-স্বজনরা কোনো অভিযোগ না করে লাশ দিতে অনুরোধ করলে, লাশ তাদের দেয়া হয়েছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা