১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

-

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন সন্তানের জননী মোর্শেদা বেগমের (৪৫)।

সোমবার (২৭ মার্চ) দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের পশ্চিম কাজলাপাড়া গ্রামের (মন্ডলবাজার) অটোরিকশাচালক মো: বজলু শেখের স্ত্রী।

তার নিকট আত্মীয় মো: সুজন মিয়া ও ফাতেমা খাতুন নয়া দিগন্তকে জানান, অনেকদিন ধরে জটিল রোগে ভুগছিলেন মোর্শেদা বেগম। নানা স্থানে চিকিৎসা নিয়েছেন, কিন্তু নিরাময় হয়নি। সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে জামালপুর জেলা সদরে যাওয়া হচ্ছিল। দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে গিয়ে কমিউটার ট্রেনে ওঠে বসেন। কিছুক্ষণ পরে মোর্শেদা বেগম পান কেনার জন্য বগি থেকে নেমে একটি দোকানে যান। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কেটে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো: হুসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোর্শেদা বেগম নিহত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার আত্মীয়-স্বজনরা কোনো অভিযোগ না করে লাশ দিতে অনুরোধ করলে, লাশ তাদের দেয়া হয়েছে।

তিনি আরো জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সকল