গফরগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২৯, আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাবর আলী মণ্ডল (৮৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পাগলা থানা পুলিশ বৃদ্ধের নিজ বাড়ির ঘরের ছাদের বাঁশের আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
বাবর আলী পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের সুতারচাপুর গ্রামের মৃত বাহাছ উদ্দিনের ছেলে।
থানা পুলিশের প্রাথমিক ধারণা, বৃদ্ধ বাবর আলী মণ্ডল আত্মহত্যা করেছেন। তবে এর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা