২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নালিতাবাড়ীতে জামাতার অত্যাচার থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে জামাতার অত্যাচার থেকে বাঁচতে শাশুড়ির সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

শেরপুরের নালিতাবাড়ীতে জামাতা গলিয়াত রেমার অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র নৃ-তত্ত্বগোষ্ঠী গারো সদস্য শাশুড়ি সনন্দা মানকিন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভারত সীমান্তঘেঁষা পানিহাটা-তাড়ানী গ্রামের নিজ বাড়িতে তিনি ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

শাশুড়ি সনন্দা মানকিন সংবাদিকদের জানান, ‘আমি ছয় ছেলে ও সাত মেয়েসহ দীর্ঘ দিন ধরে তাড়ানীতে থাকি। এখানে গলিয়াত রেমার সাথে আমার বড় মেয়ে রুমা মানকিনের বিয়ে হয়। গারোদের পরিবার মাতৃতান্ত্রিক হওয়ায় মা-বাবার সম্পদের ওয়ারিশ হয় মেয়েরা। সে হিসেবে আমার মেয়ের ইন্ধনে তার স্বামী গলিয়াত পরিবারে একক আধিপত্য বিস্তার ও সম্পত্তির ভোগদখল করতে চান। এ নিয়ে তার সাথে আমাদের পরিবারের দ্বন্দ্ব হয়। মাঝেমধ্যেই সে আমাদের ওপর হামলা করে। সম্প্রতি তার এক হামলায় শ্যালিকা রিনা মানকিন, বিচিত্রা মানকিন ও মনীষা মানকিন গুরুতর আহত হন। বর্তমানে আহত রিনা মানকিন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

সনন্দা আরো বলেন, ‘গলিয়াত খুব খারাপ প্রকৃতির লোক। বড় মেয়ের জামাতা হওয়া সত্ত্বেও সে পরিবারের দেখভাল করে না। উল্টো জমি-জমা ও অর্থবিত্ত আত্মসাতের পায়তারা করছে। একইসাথে আমাদের ওপর একাধিকবার হামলা করেছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গলিয়াতের কারণে আমাদের পরিবার বড় অশান্তিতে আছে। তার অত্যাচার থেকে বাঁচতে ও পরিবারে শান্তি-শৃঙ্ক্ষলা ফিরিয়ে আনতে আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে সনন্দার ছেলে-মেয়েসহ অন্য জামাতারাও উপস্থিত ছিলেন। এ সময় তারা গলিয়াতের অত্যাচারে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা গলিয়াতের আধিপত্য ও অত্যাচার থেকে বাঁচতে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আরো সংবাদ



premium cement