১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি, বিচার দাবিতে মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক কনক হাসানের (২৫) বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের
গাড়াডোবা-মৌলভীবাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কালিকাপুর মৌলভীবাজার প্রদক্ষিণ করে।

কনক লোকনাথপুর গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। তিনি কয়েক দিন আগে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় তাকে উত্যক্ত করতেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত শুক্রবার মধ্যরাত সিঁধ কেটে স্কুলছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে কনক। এর আগে বিয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হননি ওই স্কুলছাত্রী। এছাড়া তাকে উত্যক্ত করত ওই ছেলে। বিষয়টি পারিবারিকভাবে সমাধান করায় ক্ষিপ্ত হন তিনি। এসবের পরে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা থানায় মামলা করলেও ধর্ষক কনককে গ্রেফতার করা হয়নি। ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ধর্ষিতার পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, কনক মাদকসেবী ও বখাটে। সে স্থানীয় কিশোরী-তরুণীদের নিয়মিত উত্যক্ত করে আসছে। কয়েক দিন আগে সে অপকর্ম করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। পুলিশের হাতে একাধিকবার আটকও হয়েছিল। তাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির
দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্ষিতার বাবা, মা, সাবেক ইউপি সদস্য রঞ্জু মিয়া, কালাম মাস্টার প্রমুখ।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, ধর্ষক
কনক এলাকা ছেড়ে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী

সকল