২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী বিশাল ব্যবধানে পরাজিত

বিজয়ী প্রার্থী নুরুন্নবী অপু। - ছবি : নয়া দিগন্ত

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে তিন হাজার ১৯২ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মিসেস ফারীন হোসেনকে (নৌকা) হারিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নুরুন্নবী অপু (জগ)।

বুধবার রাত ৮টায় উপজেলা হল রুমে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কামরুন্নাহার শেফা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো: বেলাল হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহব্বত কবির, সাংবাদিকসহ অন্যরা।

বিজয়ী প্রার্থী নুরুন্নবী অপুর প্রাপ্ত ভোট সাত হাজার ৯২৪ এবং তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মিসেস ফারীন হোসেন (নৌকা) ভোট সংখ্যা চার হাজার ৭৩২।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন নুরে আলম সিদ্দিকী জুয়েল, মো: ফরহাদ হোসেন, মো: কানন, আব্দুস সালাম খোকা, মহসীন আলী বিপ্লব, মো: মাসুদ শেখ, আমিরুল ইসলাম, মো: ওয়াসিম মণ্ডল ও আবদুল মান্নান মোল্লা।

সংরক্ষিত মহিলা আসনে রেনু আক্তার, শাহিনা আক্তার ও আরিফা আক্তার।

ফলাফল ঘোষণাকালে তারা বলেন, এই প্রথম ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত ভোটকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।


আরো সংবাদ



premium cement