২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গফরগাঁওয়ে অপহৃত স্কুলশিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ১

গফরগাঁওয়ে অপহৃত স্কুলশিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার ১। - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহরণের ১০ দিন পর স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অপহরণকরী যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত সজিবকে (২০) জেল হাজতে পাঠানো হয়। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামের আজিজুল হকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, অপহরণকারী সজিব ৯ মে রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বরবরা এলাকা থেকে অপহরণ করেন। শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তার পরিবার ওই রাতেই গফরগাঁও থানায় অভিযোগ করে। অপহরণের ১০ দিন পর পুলিশের ফাঁদে অপহরণকারী পা দেয়। বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাইন্দাইন গ্রাম থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় অপহরণকারী সজিবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে
পাঠানো হয়।


আরো সংবাদ



premium cement