১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নান্দাইলে ১টি কেন্দ্রে পুনরায় ভোট চান নৌকাপ্রার্থী

নান্দাইলে ১টি কেন্দ্রে পুনরায় ভোট চান নৌকাপ্রার্থী - ছবি : নয়া দিগন্ত

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নান্দাইলের সিংরইলের একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো: ছাইদুল ইসলাম।

সোমবার দুপুরে নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আমাকে মনোনীত করেন। কিন্তু ওইদিন প্রতিপক্ষ নৌকার বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো: সাইফুল ইসলাম তার পরাজয় নিশ্চিত জেনে সিংরইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমর্থক দিয়ে আক্রমণ করান। এ সময় তার সমর্থকরা অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে মোটরসাইকেল প্রতীকে জোরপূর্বক সিল মারেন। একইসাথে কেন্দ্রের অদূরে সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করেন তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের ছবিও ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২০-৩০টি ফাঁকা গুলি ছুঁড়েন। এসময় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো: সাইফুল ইসলামের সমর্থকরাও গুলি ছুঁড়েন।’

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে বল প্রয়োগের মাধ্যমে তাকে বিজয়ী ষোষণা করিয়েছেন। আমি সিংরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের জোর দাবি জানাচ্ছি। তাছাড়া পুনরায় ভোটগ্রহণ না হওয়া পর্যন্ত চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদের প্রার্থীদের ফলাফল গেজেট প্রকাশ না করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয় বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছি।’

বিজয়ী প্রার্থী সাইফুল ইসলামের নামে থানায় একটি মামলাও করেছেন বলে জানালেন তিনি। তিনি তাকে খুব শিগগিরই গ্রেফতারের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement