২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নৌকা নয়, স্বতন্ত্রই বেশি জিতলো পূর্বধলায়

নৌকা নয়, স্বতন্ত্রই বেশি জিতলো পূর্বধলায় - ছবি : সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন স্বতন্ত্র ও আওয়ামী লীগ ২ জন চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার উপজেলার ৯৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোট গণনা শেষে রাতে উপজেলা পরিষদ কন্ট্রোলরুম থেকে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ফলাফল অনুয়ারী যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন, হোগলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম খোকন (চশমা), ঘাগড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এ কে এম মাজহারুল ইসলাম (ঘোড়া), জারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম নান্টু (ঘোড়া), পূর্বধলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান বুলবুল (মোটরসাইকেল), আগিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন চৌধুরী (চশমা), বিশকাকুনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম আল আমীন (আনারস), খলিশাউড় ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) নিয়ে কমল কৃষ্ণ সরকার, নারান্দিয়া ইউনিয়নে প্রতীক (নৌকা) নিয়ে আব্দুল কুদ্দুছ বেপারী, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (আনারস) প্রতীক ও বৈরাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে এম মোশারফ হোসেন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement