২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলের উন্নয়ন হয়নি : রেলমন্ত্রী

- ছবি : নয়া দিগন্ত

বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলওয়ে কোনো উন্নয়ন কাজ হয়নি বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। একইসাথে তিনি বলেছেন, ময়মনসিংহের ১৩০ বছরের পুরনো গফরগাঁও রেলওয়ে স্টেশনটি আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে উন্নয়ন কাজ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম রেজা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা- ইউএনও মো: তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।


আরো সংবাদ



premium cement