২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ধান খাওয়ায় গরুকে এ কেমন শাস্তি!

ধান খাওয়ায় গরুকে এ কেমন শাস্তি! - ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় ক্ষেতের ধান খাওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে দু’টি গরু। এর মধ্যে একটি গরু ধরে নিয়ে গেছেন জমির মালিক। মারা যাওয়ার উপক্রম হলে অপর গরুটি স্থানীয়রা জবাই করেছে।

শনিবার সকালে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে এমন ঘটনার শিকার হয় গরু।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া গ্রামের ওয়াইজ উদ্দিনের ছেলে কৃষক নবী হোসেন তার আট কাঠা জমিতে বোরো ধানের চাষ করেন। শনিবার সকালে প্রতিবেশী মৃত সোহরাব হোসেনের বিধবা স্ত্রী রোকেয়া খাতুনের গরু নবী হোসেনের ক্ষেতের ধান খেয়ে ফেলে। ঘটনাটি টের পেয়ে জমির মালিক নবী হোসেন ক্ষেতের পাড়েই কুড়াল দিয়ে দু’টি গরুকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন একটি গরু জবাই করেন। ঘটনাটি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গরুর মালিক রোকেয়া খাতুন জানান, তিনি এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সকালে বাড়ি এসে জানতে পারেন নবী হোসেন তার লোকজন নিয়ে গরুর ওপর হামলা করে কুড়াল দিয়ে কুপিয়ে তার দু’টি গরু মারাত্মকভাবে আহত করেছেন। গরু দু’টির দাম দেড় লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।

জানতে চাইলে নবী হোসেন গরু কোপানোর কথা অস্বীকার করে বলেন, আমার আট কাঠা জমির ধান খেয়েছে গরু। ক্ষেতে গিয়ে একটি গরু ধরে বাড়ি নিয়ে এসেছি।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঘটনাটি খুবই পাশবিক। গরু গৃহপালিত প্রাণী। গরুর জ্ঞান নেই। ক্ষেতের ধান খাওয়ায় গরুর মালিকের বিরুদ্ধে স্থানীয়ভাবে বা পুলিশের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া যেত। তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরুর মালিক অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্র শিল্পী সমিতি : মিশা সভাপতি, ডিপজল সম্পাদক ফিলিপাইনে ব্রহ্মস পাঠাল ভারত, ৩৭৫ মিলিয়ন ডলারের চুক্তি চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে! আবারো চেন্নাইয়ের হার, ম্লান মোস্তাফিজ 'কেএনএফ' সন্ত্রাস : সার্বভৌম নিরাপত্তা সতর্কতা অর্থনীতিতে চুরি : ব্যাংকে ডাকাতি পাকিস্তানে আফগান তালেবান আলেম নিহত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এ বছরই রাশিয়ার কাছে হারতে পারে ইউক্রেন : সিআইএ প্রধান রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্রে প্রধান যোগানদার চীন : ব্লিংকন ইরাকে সামরিক ঘাঁটিতে 'বিকট বিস্ফোরণ' শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী

সকল