২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জামালপুরে প্রেমের টানে বাড়ি ছাড়লো কিশোরী, অতঃপর উদ্ধার হলো লাশ

জামালপুরে প্রেমের টানে বাড়ি ছাড়লো কিশোরী, অতঃপর উদ্ধার হলো লাশ - ফাইল ছবি

জামালপুরে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিয়া আক্তার। তিনি শহরের পাথালিয়া বকুলতলা এলাকার আব্দুল সফুরের মেয়ে এবং স্থানীয় হযরত শাহজামাল র: উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার সকালে শহরের মনিরাজপুর মোড়ের পাশে একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সাত মাস আগে তিনি প্রেমের টানে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে প্রেমিকের কাছ থেকে পুলিশ কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হন্তান্তর করেছিল। এরপর আবারো তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে শহরের মুন্সিপাড়া এলাকার নূরুল ইসলামের বাড়িতে থাকতেন।

ওই কিশোরীর মা জয়নব বেগম সাংবাদিকদের জানান, ‘সাত মাস আগে শহরের কাচারিপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে জনির সাথে সে পালিয়ে যায়। আমরা থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছিল। কয়েক দিন পর সে আবারো পালিয়ে যায়। আমরা খোঁজ-খবর নিয়ে জানি, সে শহরের মুন্সিপাড়া এলাকার নূরুল ইসলামের বাড়িতে আছে। তাকে নিয়ে আসতে চাইলে সে আসেনি। নূরুল ইসলামের স্ত্রী সুজেদা বেগম তাকে মেয়ে বানিয়ে ওই বাড়িতেই রেখে দেন। জনিও সেই বাড়িতে যাতায়াত করতেন। তিন দিন আগে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। সামিয়া আমার কাছে দুই লাখ টাকা চায় এবং জনির সাথেই সে থাকবে বলে জানায়। আমি তাকে বুঝিয়ে বাড়িতে আসি।’

এ ব্যাপারে নূরুল ইসলাম জানান, ‘সাত মাস আগে সামিয়াকে আমার বাড়িতে আশ্রয় দেই। সে বলেছে, তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সামিয়া আমাকে বাবা ও আমার স্ত্রীকে মা ডাকত। সামিয়ার মা জয়নব আমাদের বাড়িতে মাঝেমধ্যে এসে তার (সামিয়া) খোঁজ-খবর নিতেন।’

নূরুল ইসলামের স্ত্রী সুজেদা বেগম জানান, ‘সামিয়া সোমবার বিকেলে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আমরা অনেক খোঁজা-খুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। তার বাড়িতে ফোন করে আমরা বিষয়টি জানিয়েছি। মঙ্গলবার দুপুরে বাড়িতে পুলিশ আসার পর জেনেছি যে, সামিয়ার আত্মহত্যা করেছে।’

সামিয়ার প্রেমিক জনির বড় ভাই টনি জানান, ‘জনি পেশায় ট্রাক ড্রাইভার। জনির সাথে প্রেমের সম্পর্কের দাবি নিয়ে সাত মাস আগে সামিয়া আমাদের বাড়িতে আসে। জনিকে সে বিয়ে করতে চায়। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি এবং পুলিশে খবর দেই। পুলিশ সামিয়াকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর জনির সাথে তার কোনো সম্পর্ক ছিল না বলে আমি জানি।’

এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম খান সাংবাদিকদের জানান, তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করা সম্ভব হবে।


আরো সংবাদ



premium cement
ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর কালিয়াকৈরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী বাবা-ছেলে আহত কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ রাশিয়ার ২৬টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের উত্তর কোরিয়ার সাথে আলোচনার ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মাগুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু মিয়ানমারে সামরিক বাহিনী ‘অস্থায়ীভাবে’ ক্ষমতায় রয়েছে : জান্তা প্রধান গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলচালক নিহত উত্তরপ্রদেশে কারাগারে মুসলিম রাজনীতিবিদের মৃত্যু : ছেলের অভিযোগ বিষপ্রয়োগের দক্ষিণ আফ্রিকায় বাস খাদে, নিহত ৪৫, বাঁচল একটি শিশু ইসরাইলের রাফা অভিযান পরিকল্পনা স্থগিত

সকল