১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাকৃবির আম বাগান থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

- ছবি -নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আম বাগানে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

রিপোর্টটি লেখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাই কিংবা মাদক নিয়ে দ্বন্দ্বের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আম বাগানে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় দুই যুবক টহল পুলিশকে খবর দেন। পরে রাত ১১টার দিকে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টাকা ও অটোরিকশায় টাকা রাখার ঝুড়িসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকৃবির সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আজহারুল হক।

তিনি বলেন, ক্যাম্পাসের এ অংশের পরিবেশ অনেক নিরিবিলি থাকে। সন্ধ্যার পর এ রাস্তায় লোক সমাগম হয় না বললেই চলে। আমরা বিশ্ববিদ্যালয়ের এ দিকটার নিরাপত্তা আরো জোরদার করার ব্যবস্থা নেব।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান।

তিনি বলেন, রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের

সকল