২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভালুকায় বরখাস্ত ইউপি চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল

জেসমিন নাহার রানী - ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া ও পরে বরখাস্তকৃত উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন নাহার রানী উচ্চ আদালতের নির্দেশে পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝে পান।

এ সময় পুনর্বহালকৃত চেয়ারম্যান জেসমিন নাহার রানীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আয়ুব খান, আব্দুল মজিদ মাস্টার, আবুল কাশেম, জসিম উদ্দিন খান বিল্লাল, মোহাম্মদ মাজহারুল হক, মোহাম্মদ সোহেল মৌলা, মোজাহিদুল ইসলাম উজ্জল মোল্লাহ, ইউপি সদস্য শাহজাহান ইসলাম, মেয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, নারী সদস্য আলীমুন্নেছা প্রমুখ।

উল্লেখ্য, উপজেলার মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (ডিডিএম) ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে দু’মাস আগে গ্রেফতার এবং বরখাস্ত হন।

ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী জানান, আমাকে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে সাজানো চাল আত্মসাত মামলায় ফাঁসিয়েছিল। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পরে উচ্চ আদালতের রায়ে আমি আমার পদ ফিরে পেয়েছি।


আরো সংবাদ



premium cement