২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবারও মৃত্যু

-

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পশ্চিমবাখাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। বুধবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কুঠুরাকান্দা গ্রামের ইদ্রিস আলী (৬০) ও ছেলে আব্দুল মালেক (৩৫) পশ্চিম বাখাই গ্রামের সুজনের কাছ থেকে গরু কিনে ট্রলিতে উঠছিলেন। এ সময় গরু ছুটে গিয়ে পাশের ধান ক্ষেতে পড়ে থাকা সাদেক ডাক্তারের বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে গরুসহ ছেলে আব্দুল মালেকের মৃত্যু হয়। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ইদ্রিস আলীর মৃত্যু ঘটে। এছাড়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু বিক্রেতা সুজন মিয়া আহত হন।

এলাকাবাসীর অভিযোগ, চার দিন ধরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকলেও না সরানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, সার্ভিস লাইনটি ছিড়ে পড়ে থাকলেও কেউ অফিসকে অবহিত করেননি।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement