২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

১৯ জেলায় যমুনার সার সরবরাহ বন্ধ

-

এশিয়ার সবচেয়ে বড় ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানার সার সরবরাহ বন্ধ করেছে ১৯ জেলার সার ডিলাররা।

সরেজমিনে শনিবার সকালে তারাকান্দি যমুনা সারকারখানা এলাকা ঘুরে জানা গেছে, যমুনা সার কারখানা থেকে ডিলারদের প্রতি ট্রাকে ১২ টান ইউরিয়া সারের সাথে ২ টন চায়না থেকে আমদানি করা পঁচা ও জমাট বাধা সার নিতে বাধ্য করা হয়েছে। যে সার ডিলাররা নিয়ে কৃষকদের কাছে বিক্রি করেত পারছে না। ফলে পঁচা জমাটবদ্ধ ২ টন ইউরিয়া সার প্রতি এলটমেন্ট-এ লোকসান গুনতে হচ্ছে।

এ ব্যপারে যমুনা সার কারখানার উর্ধ্বতন কর্মকতাদের সাথে দেন দরবার করেও কোনো প্রকার সুরাহা না পাওয়ায় সার ডিলাররা শনিবার সকাল থেকে সার উত্তোলন বন্ধ করে দিয়েছে।

নাম না প্রকাশ করা সর্তে একাধিক ডিলার জানান, একদিকে পচাঁ ও জমাট বাধা সার অন্য দিকে ট্রাক ভর্তির সময় লেবারর  অতিরিক্ত ২ হাজার টাকা গুনতে হয়। সব মিলিয়ে প্রতিনিয়ত ডিলাররা লোকশান গুনতে হচ্ছে। বাধ্য হয়েই ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে যমুনা সারকারখানা ব্যবস্থাপনা পরিচালকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement