২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভোগাই নদীর ভাঙ্গনে বিলীন হতে পারে নালিতাবাড়ীর বিস্তীর্ণ এলাকা

-

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কিছু অংশসহ পাহাড়ী নদী ভোগাইয়ের ভাঙ্গনের কবলে পড়েছে শতশত বাড়িঘর ও ফসলি জমি। স্থায়ীবাঁধ নির্মাণের দাবি ভুক্তভুগি ও সচেতন মহলের। নদীগর্ভে বিলীন হতে পারে তারগঞ্জ ফাজিল মাদরাসা ও বাগানবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য বাড়িঘর। মানুষ সহায় সম্বল ভিটেবাড়ি হারিয়ে পাড়ি দিতে হচ্ছে অন্যত্র।

সরেজমিনে দেখা যায়, নালিতাবাড়ী পৌরসভার উত্তর গড়কান্দা এলাকা নালিতাবাড়ী বাজার এলাকায় তারাগঞ্জ ফাজিল মাদরাসা, চকপাড়া, খালভাংগা, নালিতাবাড়ী ইউনিয়নের খাল ভাংগাগ্রাম, মরিচপুড়ান ইউনিয়নের ভোগাইরপার, ফকিরপাড়া, মরিচপুড়ান, খলাভাংগা যোগানিয়া ইউনিয়নের গবিন্দনগর এলাকাসহ উপজেলা বিস্তীর্ণ এলাকার শতশত পরিবার ক্ষতিগ্রস্থ হচ্ছে।

খালভাংগা গ্রামে ষাট উর্ধ্বো হাজি আব্দুল মান্নান জানান আমাদের খালভাংগা গ্রামেই প্রায় ৫০টি পরিবার ভোগাই ভাংগনের কারনে নিঃস্ব হয়ে এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে।

ইালিতাবাড়ী বাজারের মৃত আব্দুল হালিমের ছেলে নূর মোহাম্মদের বাড়ির টিনসেট ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বৃদ্ধ মাকে নিয়ে চরম হতাশায় ভুগছেন ভিটেমাটিহীন নূর মোহাম্মদ। প্রায় ৩০ বছর আগে করা বাড়ি নিজের সামনে নদীগর্ভে বিলিন হতে দেখে বৃদ্ধ মাসহ বারবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।

ভোগাইরপাড় গ্রামের রকিবুল ইসলাম বলেন, যেভাবে ভোগাইনদীর ভাঙ্গন হচ্ছে, এভাবে ভাঙ্গতে থাকলে হারাতে পাড়ে ভোগাইরপাড় গ্রাম।

মরিচপুড়ান ইউনিয়নের খুরশেদ আলম তালুকদার বুলবুল বলেন মরিচপুরান ইউনিয়নের ভোগাইর পাড়, মরিচপুরান, ফকিড়পাড়া ও খলাভাংগা গ্রাম ভোগাইর ভাঙ্গনের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছে শতশত কৃষক ও সাধারন মানুষ। স্থায়ী বাধঁ নির্মান করা জরুরি।

নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু বলেন, ভোগাই নদীর বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডে লিখিতভাবে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের শেরপুরের উপ-বিভাগিয় প্রকৌশলী মোঃ শাহজাহান বলেন, ভোগাই নদীর ভাঙ্গন পরিদর্শন করা হয়েছে। প্রকল্প তৈরির প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement
বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী

সকল