২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ধোবাউড়ায় বন্যায় প্লাবিত অর্ধশতাধিক গ্রাম

ধোবাউড়ায় বন্যায় প্লাবিত অর্ধশতাধিক গ্রাম - ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। নেতাই নদীর ভাঙনে নষ্ট হয়ে গেছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। বসতবাড়িতে বন্যার পানি ওঠায় পানিবন্দী হয়ে অনেকেইে তাদের পরিবারের শিশু-বৃদ্ধ ও গবাদিপশু নিয়ে পড়েছেন বিপাকে। বানের পানিতে ভেসে গেছে শত শত মৎস্য চাষির রুপালী স্বপ্ন।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৪১ হেক্টর জমির ফিসারী ও পুকুর তলিয়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে কর্মহীন হয়ে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

অন্যদিকে করোনার কারণে সাধারণ শ্রমজীবী পেশার মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আবার ঘরের ভিতর ঢুকছে পানি। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সঙ্কট। বাড়িঘরে পানি ওঠায় গবাদি পশুর আশ্রয়স্থল নিয়ে বন্যাকবলিত মানুষেরা দুর্ভোগে পড়েছেন। গবাদি পশু নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। জানা যায়, রনসিংহপুর, রানীপুর, গৌরিপুর, বহরভিটা, বেতগাছিয়া, উদয়পুর, ঘুঙ্গিয়াজুড়ি, রাউতিসহ অর্ধশতাধিক গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। চৌকির উপর মাচাং বানিয়ে মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী এসব মানুষ।

উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, ধোবাউড়া উপজেলার পানিবন্দী মানুষদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। সেগুলো বিতরণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement