২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কটিয়াদীতে দুই কিশোরীসহ আরো ৫ জন করোনাক্রান্ত

কটিয়াদীতে দুই কিশোরীসহ আরো ৫ জন করোনাক্রান্ত -

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ দিনের ব্যবধানে নতুন করে ২ কিশোরীসহ আরো ৫ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে ২১ ও ৩৫ বছর বয়সের দুই কিশোরী, ৬০ বছরের একজন নারী, ৩০ বছরের এক যুবক ও ৪৮ বছরের একজন পুরুষ রয়েছেন। গত ৩১ মে এবং ৩ জুনে পাঠানো ২২ জনের নমুনা রিপোর্টে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে আক্রান্ত ২ কিশোরীর, ৬০ বছরের ১ জন নারীর, ৪৮ বছর বয়সের পুরুষের বাড়ি কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়া মহল্লায় ও ৩০ বছরের যুবকের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়।

এর আগে উপজেলায় ৩ জন যুবক করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গত শুক্রবার (৫ জুন) রাতে পাওয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে নতুন করে আরো ৫ জন আক্রান্ত হওয়ায় উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ২৫ জনে। আক্রান্ত ২৫ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মী ছাড়া নতুন করে কেউ করোনা থেকে সুস্থ হননি।

কটিয়াদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান বিষয়টি শনিবার বিকেলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ৩১ মে এবং ৩ জুনে পাঠানো ২২ জনের নমুনা রিপোর্টে নতুন করে ৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসায় তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।


আরো সংবাদ



premium cement